এতোদিন আমরা কেন এক্টিভ ছিলাম না?

এতোদিন আমরা কেন এক্টিভ ছিলাম না?

আপনারা অনেকেই জানেন, Fight Against Dehumanization এ আমরা পর্ন আসক্তি নিয়ে কাজ শুরু করেছিলাম ২০১৬ সালের দিকে। তখন ভার্সিটির লাস্ট ইয়ারে ছিলাম। হাতে অফুরন্ত সময়। পেইজেও ভালো সময় দিতে পারতাম। কিন্তু জবে ঢোকার পর থেকে তেমন সময় করতে পারতাম না। কিছু ভলান্টিয়ার পেয়েছিলাম। তারা প্রথম দিকে সিনসিয়ারলি কাজ করলেও পরে বিভিন্ন ব্যস্ততার কারণে সাপোর্ট দিতে পারত না। আর পেইজ থেকে ইনকামের কোনো সোর্স না থাকায় স্যালারি দিয়ে যে কাউকে রাখব সেই অবস্থাও ছিল না। এর মধ্যে আমরা নিজেরাও পরিবার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম।

ব্যস্ততার মধ্যেও প্রায়ই ভাবতাম, মুসলিমদের জন্য কীভাবে যৌন আসক্তির এ সমস্যাটা সমাধান করা যায়। চিন্তা হত বেশি স্টুডেন্টদের নিয়ে। কারণ, প্রফেশনাল কাউন্সেলিং নেওয়ার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা তাদের বেশির ভাগই জোগাড় করতে পারেন না।

ভাবলাম, এমন একটা সিস্টেম বানাতে হবে যেখানে আমরা কম সময় দিয়েও বেশি মানুষদের সাহায্য করতে পারব। যেখানে মানুষ নিজেরাই নিজেদের অনেকখানি এগিয়ে নিতে পারবে। প্রয়োজন হলে অভিজ্ঞদেরও পরামর্শ পাবে খুবই কম খরচে।

এই আইডিয়া থেকেই লাস্টম্যানেজারের (https://lustmanager.com/) জন্ম। ফুল টাইম জবের পাশাপাশি কাজ করায় প্রায় দুবছর লেগেছে এ প্ল্যাটফর্মটি ( অনলাইন সফটওয়্যার) ডেভলপ করতে। এটি যৌন আসক্তিতে ভোগা মুসলিমদের জন্য একটি নিরাপদ জায়গা। এখানে কেউ কারও পরিচয় জানবে না। কিন্তু সমাধান ঠিকই পাবে। ইসলামের সব বিধান মেনে আমরা কাজ করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। এরপরও যদি কোনো ভুল চোখে পড়ে তাহলে অবশ্যই জানাবেন।

স্টুডেন্টরা, যারা আয় করেন না, তারা অল্প খরচেই লাস্টম্যানেজারে প্রিমিয়াম সাবসক্রিপশন পেয়ে যাবেন। একজন প্রফেশনাল সাইকোলজিস্ট বা কাউন্সেলরের সাথে ১ ঘণ্টার একটা সেশনে যে ফি লাগে, সেই ফি দিয়ে লাস্টম্যানেজারে কাটাতে পারবেন কয়েক মাস। আছে প্রোগ্রেস ট্র্যাকিং, আসক্তির প্যাটার্ন অ্যানালাইসিস করার মতো বিভিন্ন চার্ট, ডিসকাশন সেকশন (ফ্রি মিক্সিং নেই), একাউন্টিবিলিটি পার্টনার ও অভিজ্ঞ মেন্টাল হেলথ কাউন্সেলর বা মেন্টরের সাথে যোগাযোগের সুবিধা এবং ইমার্জেন্সি বাটন। ব্যাপারটা দারুণ না!

বি: দ্র: লাস্টম্যানেজার ব্যবহার করলে মেন্টাল হেলথ প্রফেশনালদের সাথে ওয়ান টু ওয়ান সেশন নেওয়ার প্রয়োজনীয়তা পুরোপুরি মিটে যাবে, সেই দাবি আমরা করি না। সেশনের উপকারিতা অন্যরকম। তবে লাস্টম্যানেজার থেকে আপনি তখনি সবচেয়ে বেশি উপকৃত হবেন যখন প্রফেশনাল হেল্পের পাশাপাশি ফিচারগুলো ব্যবহার করবেন। তাই আমরা কাউন্সেলর বা মেন্টরকে মেসেজ করার সার্ভিসও রেখেছি।

COMMENTS

WORDPRESS: 0