যে কোন আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য একটা সিদ্ধান্তই যথেষ্ট। আর এই সিদ্ধান্ত কয়েক সেকেন্ডের মধ্যেই নেওয়া সম্ভব। আপনাকে শুধু আসক্তি থেকে বের হয়ে আসার জন্য যাত্রাটা আরম্ভ করতে হবে। আপনি হয়তো জানেন না এ যাত্রার শেষ কবে হবে। কিন্তু আপনার নিজের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে, একবার এ যাত্রা আরম্ভ করার পর আপনি কোনভাবেই পথ থেকে সরবেন না এবং একদিন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছবেন।তাই আগামীকাল আপনি কতোটা ভালো থাকবেন তা নির্ভর করছে আজ আপনি ভালো থাকার জন্য কি করছেন তার উপর। আপনি হয়তো অনেকদিন ধরে স্বপ্ন দেখছেন একজন সফল মানুষ হওয়ার, যে তার প্রবৃত্তিকে দমন করতে পারে, যার জীবনে কোন আসক্তি নেই। কিন্তু আপনার এই স্বপ্ন সবসময় স্বপ্নই থেকে যাবে যদি আপনি এই আসক্তি থেকে বের হওয়ার জন্য প্রথম পদক্ষেপটা না নেন।আর, হাজার মাইলের একটি যাত্রা কিন্তু একটি পদক্ষেপ দ্বারাই শুরু করতে হয়।#teamFAD#SHARERAISE_AWARENESS
COMMENTS