প্রস্তুতিমূলক পদক্ষেপ ০৬

প্রস্তুতিমূলক পদক্ষেপ ০৬

জানুন ও প্রয়োগ করুন

এই যাত্রায় সামনে অগ্রসর হওয়ার সাথে সাথে, নিজের উন্নতির দিকেও খেয়াল রাখুন। আপনার অর্জিত প্রতিটি জ্ঞান জীবনে প্রয়োগ করুন। শুধু কথা বলা বা নিজের মনকে আশা দেওয়ার বদলে জ্ঞানকে এবার কাজে লাগাতে শিখুন। প্রতিদিন অনুশীলন করুন। সে সকল মানুষদের মত হবেন না যারা ক্ষণিকের জন্য অনুপ্রাণিত হয়, কোন কাজ না করে শুধু বলতে থাকে, ‘একদিন আমি কিছু একটা করে দেখাব’, কিন্তু সেই ‘একদিন’ এর দেখা কখনও পাওয়া যায় না। মার্ক টয়েন বলেন,

ব্যর্থতার পেছনে অনেক অজুহাত থাকে, কিন্তু ভাল কোন কারণ থাকতে পারে না।

এই ‘একদিন’ শব্দটা শুধুমাত্র কষ্টে ভারাক্রান্ত অন্তরে শান্তির পরশ বুলানোর জন্যই বার বার ব্যবহার করা হয়। কিন্তু আপনি চান এই আসক্তি থেকে পুরোপুরি মুক্তি পেতে। তাই সেই লক্ষ্যে পৌঁছোবার জন্য আপনি আসক্তি থেকে যত দূরে সরে আসতে থাকবেন আপনার যৌন ক্ষুধা তত বৃদ্ধি পেতে থাকবে, কিন্তু নিজেকে আপনারই নিয়ন্ত্রণ করতে হবে। আর জ্ঞানকে যদি কাজে না লাগান, তবে প্রস্তুতি গ্রহণের এ সময়ে আপনি নিজের মধ্যে কোন পরিবর্তন দেখতে পাবেন না।

COMMENTS

WORDPRESS: 0