পর্ন ইন্ডাস্ট্রি ফ্যাক্ট

পর্ন ইন্ডাস্ট্রি ফ্যাক্ট

২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার সান ফ্যারন্যানদো ভ্যালিতে গড়া বিশাল পর্ন ইন্ডাস্ট্রির ১,৫০০ যৌনকর্মীর মধ্যে ২২৮ জনেরই মৃত্যুর কারণ হচ্ছে এইডস, সুইসাইড এবং মার্ডার। এদের বেশীরভাগেরই অকাল মৃত্যু হয়েছে।

অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এমন পরিসংখ্যান দেখা যায়না, এমনকি মিউজিক ইন্ডাস্ট্রি- যা পর্ন ইন্ডাস্ট্রির চেয়েও ১০ গুন বড়, সেখানেও এমন হয়না[1]।

এ কয়েক বছরে ২২৮ জন যৌনকর্মীর নিহত হওয়ার কারণ নিয়ে গবেষণা করা হয়। গবেষণার ফলাফলে দেখা যায় যে, ড্রাগ, সুইসাইড, মার্ডার এবং এইডস এর মতো রোগে একই ইন্ডাস্ট্রির এতোগুলো মানুষ মরা মোটেও স্বাভাবিক কোনো ব্যাপার নয়। এ গবেষণা থেকে সবচেয়ে আশ্চর্যজনক যে সত্য বেরিয়ে আসে তা হল- একজন পর্ন পারফর্মারের আয়ুষ্কাল ৩৬.২ বছর যেখানে একজন অ্যামেরিকানের আয়ুষ্কাল ৭৮.৬ বছর[2]।

এমন একটা ইন্ডাস্ট্রির বানানো পর্ন দেখে সমাজের বেশীরভাগ তরুণরা তাদের অন্তরের ক্ষুধা মেটায়। আমাদের বিবেক নাড়া দেওয়ার সময় কি এখনো আসেনি?

রেফারেন্সঃ
[1] Truth behind the fantasy of porn by Shelly Luben
[2] pink cross foundation

COMMENTS

WORDPRESS: 0